Wednesday, July 9, 2014

চিরদীপ সরকার

উপন্যাস

নিস্তব্ধতার উপন্যাস ভিজে সময় ঝরে,
ডায়েরীটাও আক্রান্ত ক্লান্ত অতীত জ্বরে,
ভিজে যায় কবিতা ভিজে হাত ঘড়ি,
মেঘেতে খুঁজেছি আলো?অবয়ব তোরই?
দেওয়াল বেয়ে নামে না শীতল উরগ  ছোঁয়া,
ক্যানভাসে পোট্রে পোড়ে হৃদয়ে কাঁদে ধোঁয়া,
সংগৃহীত ছায়ে একা অপেক্ষায় বসে  রই,
সময়ের  চিতায় পুড়ি  নিজেই আগুন হই,
পোড়াতে চাই স্বপ্ন গুলো পুড়িয়ে ফেলি মন,
তবুও পুড়িস না তুই আমার আপনজন
প্রেমে ভিজে বৃষ্টি হয়ে অতীত তখন ঝরে
অসমাপ্ত উপন্যাস তুই,রেখে দি অন্তরে




0 comments:

Post a Comment