Wednesday, July 9, 2014

ঈশিতা ভাদুড়ী

দুঃস্বপ্নের এক্কাদোক্কা

চাঁদ আর নক্ষত্র দিয়ে শুরু করি যদি,
পরবর্তী দৃশ্যে তবু ভিড় করে কাক ও ক্যাকটাস।
তারপর, কঙ্কাল ও ছায়া।

চৈত্রের শালবন দিয়ে শুরু করি যদি,
পরবর্তী দৃশ্যে তবু ভিড় করে ভীমরুল ও শুঁয়োপোকা।
তারপর, দাবানল ও হাহাকার।

মায়ামৃদঙ্গ ও মনিপদ্ম দিয়ে শুরু করি যদি,
পরবর্তী দৃশ্যে তবু ভিড় করে জিরাফ ও হায়না।
তারপর, যাপন ও অন্ধকার।

কোনো মায়াময় রাত ডিজিটাল স্বপ্ন দিয়ে শুরু করি যদি,
তবু তারপরও দুঃস্বপ্নেরা জড় হয়ে এক্কাদোক্কা খেলে আমার সঙ্গে সারারাত...
তবু তারপরও দুঃস্বপ্নেরা...




রঙ

স্প্রেপেইন্টে নিজের শরীরের গোপন অভিসন্ধিগুলো বেরিয়ে পড়েছে পোস্টকার্ডে। দর্শকেরা
টানটান, হাততালি দিতে ভুলে গেছে। যেন তুষারপাতেও বিস্মিত নয় কেউ। স্তব্ধতার গায়ে হাত
রেখে স্পষ্ট মনে পড়ে, সমুদ্রের জলে লাল দেখেছিলাম, সূর্য। এখন দেখছি সবুজ শ্যাওলা। কাল কি
কমলা, উড়ন্ত ক্যানভাস? আসলে প্রতিটি দৃশ্যের জন্যেই নতুন রঙ, সতর্ক জেগে থাকা। প্রতিটি
দৃশ্যেই মেরুদণ্ড পেঁচিয়ে ব্যাকরণের জটিল তত্ত্ব।






0 comments:

Post a Comment