Wednesday, July 9, 2014

সুবীর বোস

যতটুকু বোশেখের মেঘ

বার্ধক্য গড়িয়ে এল হে আমার বসন্ত নিয়ম
এসো উপভোগ করি বৃষ্টিহীন লাঙল পালন
শিশির পেরনো পথে এখনও সাবেকী পড়ে আছে
চাতকের নিবিড় উড়াল
চেনা পাঁচিলের পাশে বাড়ির রোয়াকে
যতটুকু বোশেখের মেঘ
সেও দেখ অবসন্ন হেলে আছে সন্ধ্যার চেয়ারে
এসো হে আমার মৃদু প্রান্তিক চৌকাঠ

এসো, ছুটির নিয়ম ভাঙি একা - বৃষ্টিহীন লাঙল পালনে
2 comments: