Wednesday, July 9, 2014

অয়ন বন্দ্যোপাধ্যায়

বিড়ম্বনা

আমিও উত্তমের মত তিনবার টেবিল চাপড়,
মেরে বলতাম জোরে : আই উইল গো টু দ্য টপ’...
নিয়তি ফেরালো গালে গুনে গুনে তিন থাপ্পড়...
মনোবল-নামে ছিল রূপোলী-পর্দায় মোড়া ঢপ?!

আত্মবিশ্বাস আঁকড়ে যতবার নাম তুলেছি রেসে-
শেষ মুহুর্তে প্রতিযোগী ঠেলে দিয়ে বেরিয়ে গিয়েছে
একে একে দড়ি ছুঁলো...ধুলোমেখে পড়ে সবশেষে...
কনসোলেশন প্রাইজ! সে-ও কেউ ছিনিয়ে নিয়েছে!

শখ ছিল সৌরভ হয়ে কামব্যাক সেঞ্চুরি ঝেড়ে
ওপরে ওঠাবো ব্যাট;  অসময় ভেঙে দিল হাত।
বিছানা ক্রিজের থেকে হটালো ধাক্কা মেরে-মেরে...
মালিককে হাঁকাবো ছক্কা?!  পেয়েছি কি তেমন বরাত?!

পুরুষই সমস্ত পারে। স্বামীজী বলতেন, পুরুষকার।
কপাল মারলে কারও সাধ্যি আছে, দেবে পুরস্কার!!




0 comments:

Post a Comment