Wednesday, July 9, 2014

শুভদীপ চক্রবর্তী

কথা

আ-ঢাকা মসৃণ কাঁচের কৌতুকে,
লুকিয়ে পড়েছে বহু না বলা কথা,
বহু দুঃখ, যন্ত্রণা, আর
নির্লিপ্ত মনের করুণ বাসনা ৷

চেতনার পারদ পরিণত হয়েছে ঢেউ-এ,
রংমশালের বে-রঙিন চাদরে,
দূরের নীল আকাশ মেঘের কলাহল গুনছে,
আর তাই...,

এক বিকট নিস্তব্ধতা তাঁর ডানা মেলে উড়ছে ৷৷


0 comments:

Post a Comment