Wednesday, July 9, 2014

বনানী সমাদ্দার

ওদের অপরাধ ?

জন্মের পূর্বেই মৃত্যু - 
বাস যে ওদের ওকূলে ,
গায়ে লেগে পণপ্রথার আঁশটে গন্ধ  
বংশের পতাকা ওরা বইবে !
কাভি নেহি কোনো মতেই না

তাই জীবন দাতাদের অশেষ প্রচেষ্টায় 
প্লাস্টিকের ব্যাগে কখনো বা মাটির নীচে 
শুয়ে থাকে নির্জন নদীর কোনো এক
ধারে, নিথর শরীরটাকে নিয়ে
প্রশ্ন একটাই -সত্যিই কি ওদের অপরাধ ?  

বছরগুলো পালটে গেছে -
এখন কাঁধের সমান কাঁধ    
তাতে কী ?জগদ্দলের পাথর যে 
আজও রয়ে গেছে পুরানো ঠিকানায়

চলছে অবিরাম বিনা অপরাধে শাস্তি পাওয়ার ট্র্যাডিশন  


0 comments:

Post a Comment