Wednesday, July 9, 2014

চন্দনকৃষ্ণ পাল

অশুভ  - ১

স্তব্ধতার নিঃশব্দ বিলাপ শুনো ?
অলৌকিক সরীসৃপ হতে
খুব বেশী দেরী নেই তবে

বিবর্তনের আগে যারা শুনে স্তব্ধতার গান
যে ধ্বনিতে আভূমি নত হয় অন্তঃমহীরুহ
সাগর পাড়ের হাওয়া নুন রাখে যার বঙ্কিম ভুরুতে
সে হয় অলৌকিক তারার ফসল

তুমি বুঝি ছেড়ে যাবে বুকের গহন ?
শূন্যতার ধ্বনি তবে প্রতিধ্বনি হবে
হবে বুঝি অনন্ত কুহক
চোখেতে বিপুল মরীচিকা
দেখাবে অনিন্দ্য উদ্যান
মোহের সর্পিল পথে হাঁটি হাঁটি পা পা যাবে

সমস্ত ফসলি মেঘ মরুযাত্রী হবে বর্ষায়


সূর্যাস্ত

ভ্রু পল্লবে মেঘ জমে উঠলে
তুমি বললে বিদায়, আর
একটি চির হরিৎ বৃক্ষ দীর্ঘশ্বাস ছাড়লো
চন্দ্রিমা রুপোলী শস্যের আবরণে
ঢেকে ফেললো বনভূমি

মৎস্য শিশুরা কলরোলে ভরে তুললো জলাভূমি
শহরের দেয়ালে কালপক্ষি ডানা ঝাপটালো
সকালের জল খাবারের আগে
বিদ্যুৎ বাহকেরা বিদ্রোহে  ফেটে পড়ে
সমস্ত ইলেকট্রনিক্সের সর্বনাশ ডেকে আনলো

আর দু ফোঁটা জল মিশে গেলো বুড়িগঙ্গার জলে


অধিবাস

রাতভর বিংশপদে ছন্দ ফেলে হাঁটা
মুখে ধামাইল চিহ্ন
চোখে তার, কটাক্ষের আলো ,
ও কন্যা চোখ তোল দেখি

অধিবাস আজ হলে কাল হবে জোড়া
সানাইয়ের কান্না শুনে জলে মিশে জল
আম্রপত্র, দূর্বা ধান সিঁদুর সমেত
কি যে হয় তারাজ্বলা দূরের আকাশে

বিমর্ষ আলোতে মেশে স্মৃতি চিহ্ন জানি  -
ফেলে আসা সন্ধ্যা আর
মেঘলা দুপুর

দুঃখ জলে মিশে গেলে
প্রিয়জন বিমূর্ত হবে কান্নায় ,
চোখ তুলে ধ্রুব তারা দেখো মেয়ে ,
সানাইয়ের সাথে তারা আজ মিটমিট


0 comments:

Post a Comment