Sunday, June 8, 2014

শাহ মাইদুল ইসলাম


তিনটি প্ররোচক কবিতা 


মধ্যরাত্রির ডুব

তোমার শরণাপন্ন হই

ভাব,
এ আপদ ভেসে যাবে
থাকবেনা রাত্রির অধিক কাল

সত্য, ত্রাতা, দ্বাপর কাটিয়ে কলিকাল অবধি বইছি
আর ভাসা-ভাসি...

এ কারণ নয়-
যে ছাপে ছাপ ফেলে ভাড়া খাটাবো
যে অকারণ ঘুম টুটা-ফাটা করবো
যে শিলা বৃষ্টিতে টিনের চাল ফাঁক করে দেবো; তোমার

ক্র ম শ ভাবনা গুলিয়ে এলে
ক্র ম শ ভাবনা গুলিয়ে এলে

এক কাল নয়, -কালে কালে;
হবো-ই-
তোমার শরণাপন্ন, তোমার শরণাপন্ন
তোমার শরণাপন্ন, তোমার শরণাপন্ন




প্রত্যক্ষ্যে

তুষ্ট-

এইবার, এক ভিড়

মাটি খুবই ছেনে-টেনে

আর এক ভিড়

মাটি গড়ে দিলে, দেখলাম

  


মোরগ ফুলের মতো লাল আগুনে


চোখ লাগলে-
ভিন্ন সব চোখ সপাটে বন্ধ করা যায়?

লাল মোরগ ফুলেরা জ্বলতেই থাকে

অভিন্ন আগুনে

পরপর আগুনেরা ফুটতে গেলে;

প্রতিবেশে চাপ বেড়ে যায়,

আর, বাড়ন্ত তাপে হুড়মুড় দুয়ারেরা খুলে-

ত্রাসে, যদিবা দৌড় লাগাতে হয় একান্তই
বেগানা পাড়ায়









0 comments:

Post a Comment