Sunday, June 8, 2014

অবিন সেন


মহানগর

এক পিঠ মহানগর নিয়ে আবিষ্ট বেঁচে থাকা..
তেমনি মশারির ফাঁক গলে
ঈর্ষা কাতর চাঁদ...
শাঁখা পলার মাহাত্ম্য বিষয়ে অবহিত হয়ে
ঝরে পড়ে,
যেন ব্যাধের শরীর রূঢ় পৌরুষ ফেলে
ঋণী মানুষের মতো ভালোবাসা তুলে নেয়
কাঁধে !
ভালোবাসা আহা ..আদিগন্ত রাতের সীমানা ছাড়িয়ে
দ্রৌপদির শাড়ি হয়ে আছে...

এক আশ্চর্য মহানগর পেরিয়ে !

  

দাগ

একটি শব্দের গায়ে আর একটি শব্দ
দৃশ্যত জ্যোৎস্নার রজত বর্ণে পরস্পর নম্র
তবু একটি নিশাচর পাখি একাকী কার্নিশ থেকে
উড়ে গিয়ে জ্যোৎস্নার ম্লান আলোক সম্পাতে
প্লবতা আমার ঘরের জানালায় বসে থেকে
জন্মদান বুঝে নেয়, বুঝে নেয় মানুষের
আজন্ম দাগ কলসের অপূর্ণ জলের মতো
দিঘির শ্মশানঘাট ছুঁয়ে থাকেকোথাও পাপ
নেই, পরাজয় নেই..কেবল পাখির মতো
উন্মুক্ত বাৎসল্য, কথার পিঠে কথা সাজিয়ে
এক জন্ম থেকে আর এক জন্মের দিকে
অন্তহীন আশ্চর্য প্লাবিত নদী....




0 comments:

Post a Comment