Sunday, June 8, 2014

সুব্রত মুখোপাধ্যায়


মুক্তি

তুমি ফিরিয়ে নিলে মুখ !
আমি অপঘাতে রয়েছি পড়ে -
কাটা গেছে মৃত্যু ভয় ~
কত ধুলো , ধোঁয়া , আবর্জনার পদাঘাতে
আমি নিটোল শালীগ্রাম
ঘিলুর প্রতিটি কক্ষে শ্বেত পারাবত
নিয়েছে ঠাঁই ...
শুধু হাতটা রেখেছি জোড়ে ;
গল-গল করে যে কবিতা বের হয় !
আরোহণ-অবরোহণএর নাগরদোলা
যেন থেমে না যায়.. আমায় ফেলে ~
আমি আবার খেলবো দোল ,
উড়ে যাব ডানা মেলে ~




0 comments:

Post a Comment