Sunday, June 8, 2014

শুভজিৎ সারকয়েকটি কবিতা

মূহুর্তের লাসের সিঁড়ি বেয়ে নামার সময়
হঠাৎ বিকট আর্তনাদ,
শিরা গুলো তবুও সতেজ হতে চাইছে

================================

প্রজননের সময় আসেনি তখনো
তবুও সিঁথিতে লাল সিঁন্দুর,
বাল্যবিবাহ আস্তাকুড়ে পচে মরে

================================

প্রেম মদিরায় ডুবে যায় সময়
লজ্জার বেড়া ভেঙে স্বপ্ন  স্নান করে কুয়োতে

================================

ধর্ষণের মাঝে ডুবে আছে সমাজ
সচেতনা গুলো পোষ্টমর্টাম রিপোর্টে কাতরাচ্ছে
0 comments:

Post a Comment