Sunday, June 8, 2014

দেবাশিস বিশ্বাস


শিক্ষা
  
শিক্ষা - তুমি কোথায় ?
   কোথায় যেন হারিয়ে যাচ্ছ দিনদিন !
শিক্ষা - তোমার কি বিদায় ?
কোথায় যেন ঝলসে যাচ্ছ রাতদিন !
শিক্ষা - তোমার এ কি রূপ !
বর্বরতা মিশে গেল যে তোমার সাথে 
শিক্ষা - তুমি কেন চুপ ?
গর্জে উঠে  লাগাম নেবে না হাতে ?
শিক্ষা - চলে যাবে তুমি সমাজ ছেড়ে?
এখনো তোমায় আছে যে মোদের দরকার 
শিক্ষা - তুমি কি আসবে না আর ফিরে ?
   ভেঙ্গে  ফেলতে অশিক্ষিতের  দরবার ?





0 comments:

Post a Comment