Saturday, October 17, 2015

শর্মিষ্ঠা ঘোষ

কাল্পনিক 
 
কাল্পনিক 'সে',মুখোমুখি নিষ্পলকে । 
মনন-কূপ থেকে উঠে এসে,
চিত্কার করে বলে,'আমিই সে'।
তীব্র হয়ে ওঠে হৃদয়ের শব্দ । 
স্পর্শ অচেনা । 
কাঁদুনে আরশি মুচকি হেসে বলে, 
'সব চরিত্র কাল্পনিক নয়'। 
শুষ্ক হয়ে যায়, ভেজা চোখ-জোড়া ॥ 


রেনেসাঁ

হৃদয়-সঙ্গমে, কল্প-গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে আত্মজ ।
প্রতিবাদী সুর তার নির্বাক কণ্ঠে । 

বানভাসি চারদিক...
উদাসীন বিপ্লব এ । 
তথাকথিত ভালত্ব কে পরাজিত করে, সে 'খারাপ'। 
কর্ণবিদারী শব্দে,
প্রতিনিয়ত দংশিত বধির মূল্যবোধ ।

 



0 comments:

Post a Comment