Thursday, December 25, 2014

অবিন সেন

কথা ২

যদি দু দণ্ড কথা না হয়
তবে এই বিশাল মহাদেশে আমি একা

একা ছাদে গেলে
, কথা মনে পড়ে
শুধু কথা...

কি সব জটিল অঙ্কের মতো আমকে ঘিরে থাকে সমীকরণ,
তবু কার জন্যে গলির মোড়ে যাব
?
গিয়ে দাঁড়াব
?
কিংবা আলপথ ধরে হাঁটব, গম ক্ষেতের পাশ দিয়ে
একশ মাইল..

এই সব কথা, কাকে বলা ভালো ভেবে ভেবে...
হে ঈশ্বর, সব কথা ডাইরিতে লিখে রাখি !


কথা ৪

ক্রমাগত সহ-ভূমিকায় নেমে দেখেছি
মুখোসের আড়ালেও মানুষের কেরামতি থেমে যায়...

উলের কাঁটার মতো পরস্পর আকৃষ্ট
টাকা-পয়সা
র মুদ্রিত সমীকরণ সোয়েটারের মতো..

শীত এসে গেছে...নাড়ার আগুন ভেবে
উত্তাপ-হীন মানুষের কথা
,
মোবাইল থেকে মোবাইলে উড়ে আসে !


0 comments:

Post a Comment