Sunday, June 8, 2014

শৈলেন সাহা


বন্ধুত্ব

আমি নদীর কিনারে ঘর বেঁধেছিলাম - একান্তে
শান্তিকে খুঁজে নিয়ে
স্বার্থপর চাহিদার জগৎ থেকে
একলার নিশ্চিন্ত আশ্রয়
অশান্তির বিদ্রোহের বিপ্লবের
শব্দময় জগৎ থেকে
নিজেকে সরিয়ে এনে
সকল ভিড়ের বাইরে - একা

কিন্তু সেখানেও আজ শান্তি বেসামাল -  
মানবীয় অপরাধ প্রকৃতিকে করেছে উত্তাল,
পার্থিবতার ঘূর্ণিঝড়ে, জলীয় উত্তাল তরঙ্গে
আমার মাটির ঘর গিয়েছে ভেঙ্গে,
সীমানা ছাপিয়ে জলরাশি
সে ঘরের চিহ্ন দিয়েছে মুছে

আজ আমার আশ্রয় শুধু
আমারই মত ভেসে যাওয়া
শুকনো একটা গাছের ডালে
যে নিজেও আপন শিকড় থেকে বিচ্ছিন্ন
নিতান্ত অসহায়,
তাই আঁকড়ে ধরার সহজাত অভ্যাসে
নতুন বন্ধুত্ব আমাদের
সঙ্গী শুধু একটা ভেজা কাক
যে এখন আর আমাকে দেখে 
ভয়ে কোথাও উড়ে পালিয়ে যাবার কথা ভাবে না
কোথায় যাবে সেটাই যে জানা নেই তার,
আমারও না

অনিশ্চিত আগামীর একই লক্ষ্যে
দিশাহীন সীমাহীন আজ
আমাদের নতুন বন্ধুত্ব


কবিতাটিতে দিল্লির বন্যায় যমুনা-তীরবর্তী অস্থায়ী আবাসিকদের দুরবস্থার প্রেক্ষাপটে লেখা




0 comments:

Post a Comment