একান্তে- যে প্রেমিক
সুযোগের অবকাশে আমি
খারাপ হয়ে যাই সেকেন্ড
হতে মিনিট মুহূর্ত
তারপরও যে আমাকে খারাপ
বানালো, সেই মানবীর কাছে
রেখে দেই ব্যক্তিগত খোলস-
অনাবৃত পর্দা হৃদয়ঙ্গম সঙ্গম।
আমি ভালে হতে চাই-
হতে চাই মহান পরমব্রত
অথচ, এ পৃথিবীর তাবৎ
প্রেমিকেরা
জানে, একান্তে- যে মানুষ খারাপ
হতে শিখে তার মতন শ্রেষ্ঠ প্রেমিক
কী খুঁজে পাওয়া যাবে স্বল্প আরাধ্য
প্রহরে
নগরযাপিত জীবনের দুঃস্বপ্নের ভিড়ে।
যেখানে প্রতিনিয়ত প্রতারণারা করে বসবাস
কিংবা যৌনতা হাঁটে শুভ্র মসলিন বসনে।
0 comments:
Post a Comment