Sunday, June 8, 2014

চিরদীপ সরকার


নীল চিঠি

পৃথিবীর ভার পেপার ওয়েটের মতো
চেপে ধরে কবিতার বুক
সাদা মেঘের বুকপোস্টে আসেনা চিঠি নীল,
বাষ্প ভিজে অষ্টাদশী তোমার আকাশ বুক-
উল্কাপাতে ছাই হয়ে বুকে হতে চাই গাঙচিল
পায়নি ঘর,
ছায়াপথ নীহারিকা দূরবীনে
পাপের ব্ল্যাকহোলে জাতিস্মর অন্তর,
ধুয়ে যাক পুণ্যস্নান তোমার আলিঙ্গনে
তোমাতে মিশে গিয়ে শাশ্বত স্মরণে
শান্তি শান্তি চাই অ্যাসিড বৃষ্টির ক্ষত
মাখিয়ে দাও দগ্ধ ঘায়ে শিশির আছে যত
অনেক দুরে যেখানে টাইম স্পেস মিথ্যে
সেখানে চলো যাবো হারিয়ে সব জিততে
ক্ষুদ্র ও বিশালতার পার্থক্য করে শেষ
পরাধীন আমি খুঁজব তোমার স্বাধীন দেশ
সময়ের অন্তে নির্জন কোনো ভিড়ে
আসব আমি উল্কা হয়ে স্মৃতির বুক চীরে
তখনও তোমার আকাশ বুকে দুদণ্ড দিও ঠাঁই
মেঘ বাষ্পে মাখিয়ে দিও অমোঘ প্রেম ছাই




0 comments:

Post a Comment