Sunday, June 8, 2014

চিত্রা ব্যানার্জ্জী


শোন একটু ,  প্লীজ ------  


' দাঁড়াও পথিকবর , জন্ম যদি তব ' মানবে  __
দাঁড়াও , একটু শ্বাস নিতে , একটু গ্রন্থিগুলোকে শিথিল আরাম দিতে
ভাবনাগুলোকে সাজিয়ে নিতে ____
এই অন্ধদৌড় কেন   কোথায়  !

যদি 'কমা' না শিখেছ '  'সেমিকোলনে' যাবে কি করে __
আর আর যতিচিহ্নগুলো  ?
সব বেকার নস্যাৎই  করে দেবে  !

ডাকছি ....  শোন একটু ,  প্লীজ  
ব্যাকরণ তুমি বদলাতে পারবে না কখনোই
যদি  'থাকতে সময়' শিখতে না চাও , না পার 
এক্কেবারেই  'দাঁড়ি' র  অপেক্ষা  কর  

'ডুব্ ডুব্ ডুব্ রূপসাগরে আমার মন
তলাতল খুঁজলে অতল পাবি রে তুই রত্নধন ....'

তাই আবারও বলি .........  এস , শোন একটু ,  প্লীজ  


0 comments:

Post a Comment