Sunday, June 8, 2014

নীল তারা (সঞ্জয় সোম)


হলুদ ঝরা পাতা

সবুজ পাতা গুলো বার্ধক্য পেয়ে
ঝরে পড়ে হলুদের পক্কতায়,
বৃন্ত থেকে খসে পড়ে মুক্ত স্বাধীনতায়

সে ঝরা'র সুখ আছে আন্দোলিত বাতাসে
যেন সমুদ্রের ঢেউ-এ ভাসমান
সে তো প্রকৃতির দান

সময় এসেছে
স্থান হস্তান্তর আর নবীনের আগমন ,
হাসি মুখে সবুজের স্বাগত জ্ঞাপন

বিগত পূর্ণ বসন্ত
এমনই এসেছিল কাঁচা সবুজ গায়ে মেখে,
উৎফুল্লতা জাগে বিধির বিধান দেখে

অতিক্রান্ত বসন্তে সবুজ পেয়েছে হলুদ,
এ হলুদেও সুখ প্রাপ্তি,
সময়োচিত সুখ ধরা দেয়,অপেক্ষা দিন রাত্রি

এস হে সবুজ স্বাগত তোমায়,
এই তোমার স্থান,
হলুদ উড়ে চলে পৃথিবীর বুকে,সেও অম্লান





0 comments:

Post a Comment