Sunday, June 8, 2014

পিয়ালী ভট্টাচার্য (দত্ত রায়)


এক মুহূর্ত

অন্তত একটা দুপুর নিজের সঙ্গে  যাপন কর,
কানে মোবাইল হাতে যে মেয়েটি ঘুরছে অস্থির
তার চোখেও রোদ ঝিলমিল
সমস্ত শরীর জুড়ে ফলন্ত ঢেউ ,
তার কথা হাওয়ায় ভাসছে তের ঝুড়ি
তবু হাসছে ; নিজের ইশারায়
নিজেই ভাসছে

অন্তত একটা রাত্রি নিজের সঙ্গে
নিজেই যাপন কর
মাউসে হাত রেখে এনটার দিতে হবেনা
সমস্ত প্রোফাইল থেকে নেমে আসবে
শত সহস্র মানুষের মুখ ,
ঝলমলে রৌদ্র ক্লিষ্ট মুখ , বৃষ্টি ভেজা শান্ত মুখ ,
ক্লান্ত বিষণ্ণ মুখ , অস্থির চিন্তাবিষ্ট মুখ
সেমুখে লেগে আছে কোটি কোটি ছোটগল্প
সবিনয়ে তারা জীবন্ত

একটা সকাল অন্তত  নিজের সঙ্গে যাপন কর---
কৃষ্ণচূড়ায় লেগেছে রং ,আড়মোড়া ভেঙে পাখিরা
মেতেছে খেলায় ............
সব পাখি ছুটে যায় নীল থেকে নিলে
বাদুরের ঘুম পায় ,পেঁচা নিঝুমে

অন্তত একটা মুহূর্ত যাপন কর
চোখে আসুক রোদ

ঘাসের মধ্যে ঘাস হয়ে বিস্তৃত হোক জীবন


0 comments:

Post a Comment