Thursday, November 8, 2018

অনামিকা দত্ত

একীভূত

প্রেমিক হব আমি পাহাড়ি ঝর্ণার মতো
অঝোরে ঝরবো কঠিন শিলাস্তরে।
জানি কোনদিন কঠিন প্রস্তরের বুক চিরে
ফুটবে না প্রেমের ফুল,
তবু তার দুর্নিবার আকর্ষণে বার বার
আছড়ে পড়ব!
সেই সাথে উঠবে কত সুর ; উঠবে
শব্দের ঝংকার।
আমার স্রোতের খরতায় সে হারাবে
তার অবয়ব; আমাতেই হবে দ্রবীভূত।


কাব্যাত্মা

কবিতা লিখতে বসলে মনে পড়ে
একটা মুখ,
সেটা নিজের; অনেকটা আত্মদর্শন।
কবিতার ভাষাটা যেন সেই দর্শনের
লেখ্যরূপ, আর...
তার বিষয়টা হল আত্মা।
চেতনায় ঘটে চলা আত্ম-রোমন্থন,আত্ম-বিশ্লেষণ
ছত্রে ছত্রে ফুটে ওঠে কবিতার।
তবু তাকে চিনে নিতে হয় দেরি!
বুঝি, আজও নিজেকে জানতে বাকী।





0 comments:

Post a Comment