Thursday, November 8, 2018

জাতিস্মর

দোকানী

স্মৃতির কাঠে ঘু ধরে যায় সময় সুযোগ বুঝে
নিংড়ে নেওয়া হৃদয় নিয়ে বন্ধু খুঁজি আমি;
হিসেব কষে বাঁচার কোনো উপায় পেলে খুঁজে
স্তব্ধ হওয়া প্রাণের চেয়ে শব্দ ভীষণ দামী।

হোঁচট খেয়ে ভাবতে বসি জীবন কেন ধাঁধা?
চাঁদের হাসির চমক মেপে একলা পথে হাঁটি।
নিজের চোখে কঠিন কত স্মৃতির রুমাল বাঁধা;
এই কথাটাই বুঝছি এখন দিনের আলোয়,খাঁটি!

তোমার নামই বলতে থাকি উল্কা খসা গুনে
ঠোঁটের কোণে চুমুর হিসেব কবেই গেছে চুকে।
চিবুক ছোঁয়া জলের কোনো শান্ত ফোঁটা শুনে,
অবুঝ রাতেও স্বপ্ন দেখার সাহস রাখি বুকে।

কয়েকশো বার ভেজার পরেও পারলে না ভুল ধুতে
বারবার তাই হারিয়ে ছাতা আজও আমি দোষী।
মিথ্যে সাহস যোগাও এখন, নতুন করে ছুঁতে
তবু শেষ অবধি পথের ধারেই মন বেচতে বসি।






0 comments:

Post a Comment