Friday, September 19, 2014

অয়ন ঘোষ

গঙ্গামুখো পা

গম্বুজের ভেতরের অন্ধকারে চোখ ফেলতে কতো কি দ্যাখা গ্যালো....
এই মাত্র তিমির-গর্ভে প্রজাপতি দেখলাম
নিষুপ্ত অবস্থায়।
তার পাশে বিরাট ময়াল পাট্টা সেলামী দিতে ব্যস্ত
সিংহাসন তখনও প্রজ্ঞাবানদের দখলে।

এবার আনাচে কানাচে শতদলের ভিক্ষা দেখলাম।
পাশ ফেরাতেই কিছু অসভ্য শরীরে ব্যুঢ়োরস্কদের হাত বোলাতে দেখলাম।
স্পষ্ট দেখলাম !
ভুঁই চাঁপা ভাড়াটেরা কিছু না দ্যাখার ভান করে মুখ ফেরালো
চরিত্রহীন প্রিয়ংবদ প্রতিমার মতো বোবা।

উল্টোদিকে যমকিংকর যমদন্ড প্রবল গতিতে শানাচ্ছে..
,মৃত্যুর দামামা বাজলো বলে.....
প্রাগৈতিহাসিক কাব্যের বুক ধরফর করার আওয়াজে ভূমি তোলপাড়
আলালের ঘরের দুলাল ক্রন্দনরত অবস্থায় হামাগুড়ি দিচ্ছে।
আমি নিরুপায় ছিলাম
আমাদের তো গঙ্গামুখো পা।


0 comments:

Post a Comment