Friday, September 19, 2014

পিনাকী রঞ্জন

একা একা

একা হতে পারি নিঃসঙ্গ সঙ্গোপনে-
প্রহরের পর প্রহর
থমকে থামা
তোমার চোখ উঁকি দিলে।

আমি আমার মতো করে খুঁজে নেবো
নিদেনে অকারণ গল্প
স্ব-শরীরে তুমি চাঁদ হবে আদিতি

রাতের আকাশে মেঘ কেটে গেলে!

মোহ আর মোহ ছুঁয়ে ছুঁয়ে যায়
অফুরান মনে হয় পুরান
একা একা স্রোতে ভেজে মন।

এক আধবার আবার
ডাক দিলে দেবে তোমার আকাশ
এলোমেলো সোহাগ

দু-এক ফোঁটা বৃষ্টি
আর হা-করা আমার মুখ।


0 comments:

Post a Comment